নেটওয়ার্ক সম্প্রসারণে ভাড়া ভিত্তিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) টেলিটক ও পিজিসিবি’র মধ্যে এ বিষয়ে একটি ভাড়া চুক্তি সই হয়েছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও পিজিসিবির কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিটকের কর্মকর্তারা জানান, এ লিজ চুক্তির আওতায় পিজিসিবি থেকে টেলিটক ভাড়ার ভিত্তিতে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারবে।