আকাশ অ্যামেচার চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে টেক রেপাবলিক। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের ব্যাটসম্যান মোখলেসুর রহমান।
রাজধানীর মোহাম্মাদপুরস্থ ইউল্যাব মাঠে শনিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টে এসপিএজড বয়েজ-কে ৩৭ রানে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় দলটি।
টসে জিতে ব্যাট হতে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৫৮ রান করে টেক রিপাবলিক। মো: ইনজামামুল হকের নেতৃত্বে দলের পক্ষে আব্দুর রহমান ২৪ এবং সাইফুল্লাহ ১৬ রান করেন।
জবাবে ১৮ ওভার দুই বল মোকাবেলায় সব উইকেট হারায় এসপিজেড বয়েজ। ফুয়াদ বিন সাজ্জাদের অধিনায়কত্বে দলের পক্ষে সাদ ৩৩, মাহমুদুল ৩৩ এবং ফাইয়াজ ২২ রান করেন।