বাংলাদেশে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির মাকসুদুল আলম বিজ্ঞানাগারের উদ্যোগে জেএসসি পরিক্ষার্থীদের জন্য বিজ্ঞান পরীক্ষণ, রোবটিক্স ও প্রোগ্রামিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞানাগারের সমন্বয়ক মাহমুদ মিম জানিয়েছেন বেশিরভাগ জেএসসি পরিক্ষার্থীর ভাই-বোনের পরীক্ষা এখনও শেষ না হওয়ায় তাদের পক্ষে পরীক্ষা-উত্তর ছুটি কাটানো সম্ভব হচছে না। তাদেরকে সহায়তা করার জন্য ম্যাসল্যাবের উদ্যোগে ৩টি প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
এগুলো হচ্ছে –
১. প্রোগ্রামিং উইথ আরডুইনো – অনেকেরই রোবটিক্সে আজকাল আগ্রহ। কেমন করে শুরু করবে? তাদের জন্য এই আয়োজন। এখানে রোবটিক্সের বেসিক হবে আরডুইনো দিয়ে সঙ্গে সেটির প্রোগ্রামিং। যারা এই কোর্সটা করবে তারা ডিসেম্বরে যে স্কুল অব রোবটিক্স হবে সেটার জন্য রেডি হয়ে যাবে। তারপর সেটাকে ধরে রেখে মার্চে বঙ্গবন্ধু চিলড্রেন রোবটিক্স উৎসব এবং তারপরে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য নিজেকে তৈরি করতে পারবে।
২. খেলতে খেলতে বিজ্ঞান – যারা বিজ্ঞানের গভীরে ঢুকতে চায় তাদের জন্য। বাসায় যে মা মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, তার যে অনেক গরম লাগে তখন কী তার প্রেসারটা বেড়ে যায়? বাবা যে লবনটা কিনে আনে সেটাতে আয়োডিন কি ঠিকমতো আছে? কিংবা আমি কি আইসক্রিমের কাপে অঙ্কুরোদ্গমের পরীক্ষাটা করতে পারবো? এরকম এক্সপেরিমেন্ট প্রত্যাশীদের জন্য এ আয়োজন।
৩. প্রোগ্রামিং উইথ সি – একটা প্রোগ্রামিং ভাষাতে দক্ষতা থাকা ভাল। ভঅর রকমের দক্ষতা। আজকের জেএসসি পড়ুয়ারা যখন কর্মক্ষেত্রে যাবে, তখণ তারা ডাক্তার-আইনজীবী-একাউন্ট্যান্ট যাই হোক না কেন তাদের কিন্তু হতে হবে প্রবলেম সলভার। আর প্রবলেম সলভিং শেখার সেরা উপায় হলো, স্টিভ জবসের মতে, প্রোগ্রামিং শেখা। এই সেশনটা তাদের জন্য যারা আগামীর লড়াই-এ পিছিযে পড়তে চায় না।
নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য – https://bit.ly/2D8DleJ।