প্রথম বারের মতো ই-এশিয়া স্বর্ণ পদক জিতল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এই সম্মাননা জিতেছে ডিজিটাল পেমেন্ট ও লাইফস্টাইল অ্যাপ ডিমানি। বিশ্বের ২৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মাননা অর্জন করে বাংলাদেশের উদ্ভাবনী এই ডিজিটাল উদ্যোগটি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৩৭তম এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (অ্যাফাক্ট) প্লানারি মিটিং এবং ই-এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মাননা লাভ করে বাংলাদেশের এই ডিজিটাল ওয়ালেট।
অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন ডিমানি প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ বশির। সম্মাননা তুলে দেন অ্যাফাক্ট চেয়ার মিসেস সুরঙ্কনা ওয়েইপারব। সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের আগস্টে অ্যাপাক বিজনেজ হেডলাইনস ম্যাগাজিন এ বছরের সম্ভাব্য ‘শীর্ষ দশ ওয়ালেট’ এর তালিকায় দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ডিজিটাল ওয়ালেট ডিমানি স্থান পায়। ধীরে ধীরে নগদ অর্থবিহীন ডিজিটাল অর্থনীতির রূপান্তরে প্রতিকূলতা দূরীকরণে সেপ্টেম্বরে যাত্রা শুরু করে ডিমানি।