বিটিসিএল’র কাছে থেকে ফাইবার অপটিক ইজারা নিয়ে দেশজুড়ে ইন্টারনেট সেবা দিচ্ছে মোবাইল অপারেটর রবি আজিয়েটা। গত দুই বছর ৪ মাসে দেশের বিভিন্ন স্থানে মোট ৩ হাজার কিলোমিটার এলাকায় বিটিসিএল’র ফাইবার ব্যবহার করছে অপারেটর।
বেসরকারি অপারেটরের মাধ্যমে ফাইবার অপটিক ইজারা দেয়ার এই মাইলফলক অর্জনে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে যৌথভাবে ’রবি নেটওয়ার্কে বিটিসিএল প্রদত্ত লিজড ফাইবারের ৩০০০ কিলোমিটার লাইট-আপ’ উৎসব উদযাপন করেছে বিটিসিএল ও রবি আজিয়াটা।
বিটিসিএল প্রধান কার্যালয়ে কেক কেটে এই উৎসব পালন করেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং রবি আজিয়াটার পক্ষে সিইও মাহতাব উদ্দিন আহমেদ।
এসময় বিটিসিএল এর ৪জন ডিএমডি যথাক্রমে মোঃ শাজাহান (কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্স), আসাদুজ্জামান চৌধুরী (ডিএমডি সিস্টেম অপারেশন) একেএম হাবিবুর রহমান (পরিকল্পনা ও উন্নয়ন) ও মোঃ রফিকুল ইসলাম (মেইনেটন্যান্স অ্যান্ড অপারেশন) উপস্থিত ছিলেন।
অপরদিকে রবি’র পক্ষে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম, প্রকৌশলী হারুন অর রশীদ খান ও মিস অনামিকা উপস্থিত ছিলেন।