আগামী ২০২৩ সালের জুনের মধ্যে দেশেজুড়ে দুই লাখ প্রতিষ্ঠানে উচ্চ গতির ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ পৌছে দেবে সরকার। স্ট্যাবলিশ ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের অধীনে এই সংযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, এই সংযোগের মধ্যে এক লাখ শিক্ষা প্রতিষ্ঠান, ৪০ হাজার সরকারি প্রতিষ্ঠান, ডাক বিভাগের সাড়ে ৮ হাজার পোস্ট অফিস রয়েছে।
পুরো দেশকে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনতে দ্বীপ, চর, হাওরের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে এবং ছিটমহলেও ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে। দেশের কোনো দুর্গম অঞ্চলও এই ইন্টারনেট সংযোগের বাইরে থাকবে না।
সেমাবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফ উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, এই ইন্টারনেট ব্যবহার করে যেন একজন গ্রামের উৎপাদক অনলাইন মার্কেট প্লেসে ই-কমার্স মাধ্যমে ভোক্তার সঙ্গে যুক্ত হতে পারেন সে জন্য আমরা ‘একশপ’ প্লাটফর্ম সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি।
বক্তব্যে পিকেএসএফ’র আড়াইশ সদস্যের সবগুলো পণ্য একশপে সংযুক্ত করার আহ্বান জানান।
পলক বলেন, উৎপাদিত পণ্য যেন আমাজনের মতো দেশের বাইরেও রপ্তানি করা যায় সেজন্য আমরা আইসিটি বিভাগ থেকে একটি প্লাটফর্ম তৈরি করেছি। আমরা সেই প্লাটফর্ম ব্যবহারে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
পল্লী সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ডঃ কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপ মন্ত্রী হাবিবুন নাহার।