ইব্রাহিম হেলথলাইনের সহায়তায় স্বাস্থ্য কল সেন্টারের মাধ্যমে বহুমুত্র রোগীদের দ্রুত ও সার্বক্ষণিক সেবা চালু হয়েছে। মাই পালস অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ডাক্তারী পরামর্শ ছাড়াও কল সেন্টারে সার্বক্ষণিক স্বাস্থ্য পরামর্শ দেয়া শুরু করেছে পালস হেলথ কেয়ার সার্ভিস।
এরই ধারাবাহিকতায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ১৩ নভেম্বর স্বপ্নের গুলশান-১ আউটলেটে বিনা মূল্যে সেবা দেয়া শুরু করেছে। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, পালস হেলথ কেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা এবং স্বপ্নের পক্ষে এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৩ নভেম্বর থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সুপারশপ স্বপ্নের ঢাকাস্থ মিরপুর-১১, উত্তরা-৩ এবং সিলেটের আম্বরখান আউটলেটে এই কার্যক্রম চলবে।
আগামী ১৪, ১৫ এবং ১৬ই নভেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বপ্নের আউটলেটে এই সেবা পাওয়া যাবে। গ্রাহকরা পালস হেলথ কেয়ার প্লাটফর্মে নিবন্ধন ছাড়াও রক্তের গ্লুকোজ, রক্তচাপ এবং বিএমআই পরীক্ষার মতো স্বাস্থ্য পরীক্ষা এখানে বিনামূল্যে পাবেন।
অনলাইনে সংযুক্ত হতে গুগল প্লে-স্টোর এবং আইওএস অ্যাপ-স্টোর থেকে “পালস হেলথ কেয়ার সার্ভিসেস” অ্যাপটি ডাউনলোড করা যাবে।
ডিজিবাংলা/আএইচ