দেশের বাজারে হুয়াওয়ে নোভা থ্রি আইয়ের দাম কমিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটি এখন ৩ হাজার টাকা মূল্যছাড়ে ১৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে থাকছে ১০৫০ টাকা দামের একটি ইয়ারফোন।
মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে হুয়াওয়ে অনুমোদিত দেশের সব ব্র্যান্ডশপে ফোনটি ছাড়কৃত মূল্যে কিনতে পাওয়া যাচ্ছে। মূল্যছাড় ও উপহার মিলে চার ক্যামেরার জনপ্রিয় এ ফোনটি কিনলে চার হাজার ৫০ টাকা সাশ্রয় করতে পারবেন ক্রেতা।
এ বিষয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং জানিয়েছেন, তরুণ ও ফ্যাশনপ্রেমীদের জন্য এ সিরিজের জনপ্রিয় ফোন নোভা থ্রি আইয়ের দাম কমানো হয়েছে। গ্রাহকদের প্রত্যাশা পূরণে ফোনের সাথে উপহার হিসেবে দেওয়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি ইয়ারফোন।
গত বছরের আগস্টে নোভা থ্রি আই ফোনটি দেশের বাজারে ছাড়ে হুওয়াওয়ে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চার ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ দশমকি ৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে।