মালয়েশিয়া থেকে অনলাইনে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে বসবাসকারীরাও সুযোগটি পাবেন বলে জানিয়েছে ইসি।
ভিডিও সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং বাংলাদেশ প্রান্তে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই কার্যক্রম উদ্বোধন করেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, মালয়েশিয়ার পর পর্যায়ক্রমে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ নানা দেশে কাজ শুরু হবে।
তিনি জানান, অনলাইনে ভোটার নিবন্ধনের জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। এরপর বাংলাদেশের তথ্য-উপাত্ত তদন্ত করার পর সংশ্লিষ্ট দেশে বায়োমেট্রিক ও আইরিশ গ্রহণ করা হবে। এরপর দূতাবাসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
ভোটার হতে আগ্রহী প্রবাসীদের প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে এবং ছয়টি নথি জমা দিতে হবে।
ছয় নথি হলো- পাসপোর্টের ফটোকপি, আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করতে পারা একজন প্রবাসী বাংলাদেশির পাসপোর্টের ফটোকপি, বাংলাদেশে থাকা রক্তের সম্পর্কের যেকোনো আত্মীয়ের নাম, মোবাইল ফোন নম্বর ও এনআইডি নম্বর, বাংলাদেশের কোথাও থেকে ভোটার হননি এমন বক্তব্য থাকা হলফনামা, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্বের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের প্রত্যয়নপত্র।
আবেদন পাওয়ার পর কমিশন তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠিয়ে দেবে। রোহিঙ্গাসহ বিদেশিদের ভোটার তালিকায় আসা রোধ করতে এ পদক্ষেপ নেয়া হবে।