ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন দুই জেলার তিন ক্রেতা। তারা হলেন নরসিংদীর পারভিন বেগম এবং চট্টগ্রামের সালমা আক্তার ও সামাউন নবী।
‘উইন্টার ফেস্টিভ্যাল’ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ২০০ শতাংশ ক্যাশ ভাউচার জয়ী নরসিংদী সদরের দাসপাড়ার অধিবাসী পারভিন বেগম ওয়ালটন থেকে পাওয়া ক্যাশ ভাউচার দিয়ে ল্যাপটপ, এলইডি টিভি, মোবাইল ফোন, ব্লেন্ডার, টেবিল ফ্যান ও প্রেশার কুকারসহ ১২টি পণ্য কিনেছেন।
অপরদিকে ক্যাশ ভাউচার দিয়ে সালমা আক্তার ওয়ালটনের আরো দুটি ফ্রিজ, ১টি সিলিং ফ্যান, ভ্যাকুয়াম ফ্লাস্ক, টর্চ লাইট ও এলইডি বাল্ব কিনেছেন চট্টগ্রামের লোহাগড়ার গৃহিনী সালমা আক্তার।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে থেকে সদ্য স্নাতক পাশ করা চট্টগ্রামের নাসিরাবাদের বাসিন্দা সামাউন নবী ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটনের আরো দুটি ফ্রিজ কিনেছেন।

















