বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোঃ রফিকুল মতিন। এর আগে তিনি বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (রঃ ও চাঃ) এবং অতিরিক্ত দায়িত্বে টেলিযোগাযোগ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন।
রোববার থেকে তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
ড. মোঃ রফিকুল মতিন ১৯৬৪ সালের ২২ জানুয়ারী রাজশাহীতে জন্মগ্রহন করেন।
তিনি নবম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে ১৯৯১ সনে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চাকুরীতে যোগদান করেন। চাকুরী কালে তিনি ১৯৯৯ সনে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সনে বিভাগীয় প্রকৌশলী, ২০০৯ সনে পরিচালক এবং ২০১৮ সনে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান। তিনি বিভিন্ন দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন।