দেশের বাজারে অ্যাপলের নতুন আইফোন বিক্রি শুরু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোন থেকে আইফোন ১১ সিরিজের স্মার্টফোন কিনলে বান্ডেল অফার দিচ্ছে অপারেটরটি।
বান্ডেল অফারের মধ্যে রয়েছে ফ্রি ২২ জিবি ডেটা (১১ জিবি ফোরজি+ ১১ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) এবং ১৫০ টাকায় ১১ জিবি (২ জিবি ওপেন+ ৯ জিবি ফোর-জি) কেনার সুযোগ, যা ৩ মাসে মোট ৬ বার উপভোগ করা যাবে।
এছাড়াও এই অফারে গ্রামীণফোন সেলস চ্যানেল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক (অ্যামেক্স), ইস্টার্ণ ব্যাংক, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তিতে আইফোন ১১ সিরিজের স্মার্টফোনগুলো কিনতে পারবেন।
পাশাপাশি শেয়ার ট্রিপে ২৫% ডিসকাউন্ট, ফোর পয়েন্টসে কাপল ডিনার, অরিজিনাল অ্যাপল ব্যাক কভার, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ওয়াচেস ওয়ার্ল্ডে ৩০% ডিসকাউন্ট এবং লাইভওয়্যারে বিশেষ এক্সচেঞ্জ অফার প্রোগ্রাম উপভোগ করার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। আইফোন ১১ সিরিজের স্মার্টফোনের যেকোনো একটি ক্রয় করে গ্রামীণফোন গ্রাহকরা জিপি স্টার প্রোগ্রামের সর্বোচ্চ ট্যাগ প্ল্যাটিনাম প্লাসে উন্নীত হতে পারবেন।
এর আগে গত ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আইফোনের জন্য আগাম ফরমাশ নিয়েছিল গ্রামীণফোন। গত বৃহস্পতিবার ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি ও সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান জিপি হাউজে ক্রেতাদের হাতে নতুন আইফোন তুলে দেন।