দেশে ফোরজি চালুর পর থেকে অনেকটা ধারাবাহিক ভাবে কমছে থ্রিজি গ্রাহক। এই সেবা চালুর গত ১৬ মাসে কার্যকর থ্রিজি সংযোগ কমেছে ৭ দশমিক ৯৯ শতাংশ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, থ্রিজি ও ফোরজি মিলিয়ে দেশে সাড়ে আট কোটির কিছু বেশি দ্রুত গতির মোবাইল ইন্টারনেট ব্যবহার হলেও টুজিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংযোগ রয়েছে এক কোটির কিছু বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ফোরজি চালু হওয়ার সময় গ্রাহক ছিল ছয় কোটি ৬৫ লাখ ৯০ হাজার। চলতি বছরের শুরুতে দেশে মোট থ্রিজি সংযোগ ব্যবহারকারী ছিলো ছয় কোটি ৩০ লাখ ৬ হাজার। তবে গত জুনে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ছয় কোটি ১৬ লাখ ৬০ হাজারে।
২০১৮ জুলাই থেকে ২০১৯ জুন পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি থ্রিজি গ্রাহক ছিলো আগস্ট মাসে। ওই সময়ে থ্রিজি গ্রাহক ছিলো ছয় কোটি ৫৪ লাখ সাত হাজার। এরপর থেকে ধারাবাহিক ভাবে থ্রিজি গ্রাহক কমছে।
এছাড়াও চলতি বছরের জুন মাস পর্যন্ত ফোরজির কার্যকর সংযোগ দুই কোটি পেরিয়ে গেছে। এর বাইরে আরও সাত কোটি কার্যকর মোবাইল সিম বাজারে আছে যেগুলোতে কোনো ধরণের ইন্টারনেট সংযোগই নেই।