জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নেটওয়ার্ক স্থানান্তরের কারণে অনলাইনে ভ্যাটসংক্রান্ত সকল কার্যক্রম ৯৬ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত আইভাস (সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) পদ্ধতির সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে এনবিআর।
এই সময়ে করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার মতো সেবা নিতে পারবেন না বলে রবিবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এনবিআর জানায়, তাদের নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ববর্তী ভেন্ডর অ্যাকসেস টেলিকম (বিডি) লিমিটেড থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেড নেটওয়ার্কের দায়িত্ব বুঝে নিচ্ছে। নেটওয়ার্ক স্থানান্তর, সচলকরণ ও সম্পূর্ণ অনলাইন সেবা নিশ্চিত করতে প্রায় ৯৬ ঘণ্টা সময় প্রয়োজন হবে।
এ পরিস্থিতিতে এনবিআর করদাতা, ভ্যাট কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ওই সময়ের মধ্যে জরুরি কার্যক্রম আগেই সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে। এনবিআর আশা করছে, স্থানান্তর কাজ শেষে অনলাইন সেবা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন হবে।