গত দশ বছরে সরকারের গৃহীত বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নের কৌশলপত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এ বিষেয়ে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভা বৈঠকের আগে বাংলাদেশ আওয়ামী লীগের ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গিকার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে সরকারের ব্যাপক কর্মসূচীর কৌশলপত্রের একটি কপি ও ডিজিটাল বাংলাদেশ এর এগিয়ে যাওয়ার ১০ বছর শীর্ষক প্রকাশনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার সুযোগ হয়েছে। আইসিটি বিভাগের পক্ষ থেকে এই প্রকাশনাটি প্রকাশ করা হয়েছে।