আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় তিন হাজার সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
ডিজিটাল ব্যবস্থার সঙ্গে মানুষকে ৩ ভাবে সম্পৃক্ত করা যায় উল্লেখ করে অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল নেটিভরা ডিজিটাল ব্যবস্থার সঙ্গে শুরু থেকেই পরিচিত, ডিজিটাল এডপ্টার্সরা নিজেদেরকে এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেয় এবং ডিজিটাল আউটলাইনাররা এই ব্যবস্থার সঙ্গে এখনও যুক্ত হতে পারেনি। কিন্তু ডিজিটাল বাংলাদেশে গড়তে হলে ডিজিটাল লিডারশিপ ও ডিজিটালি সচেতন জাতি দরকার এবং ডিজিটাল মানবসম্পদ তৈরি করা আবশ্যক।
২০তম এনডিসি কোর্সে দেশ বিদেশের ৮৪ জন সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘ডিজিটাল বাংলাদেশ : ফিলসোফি অফ রেভুলেশন’ শীর্ষক এক উপস্থাপনা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠান শেষে এক্সিম ব্যাংকের সৌজন্যে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের পক্ষে আইসিটি প্রতিমন্ত্রী এনডিসি কর্তৃপক্ষের কাছে ৫০টি ল্যাপটপ প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী ।