চলতি অর্থবছরে মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে “মডার্ন লাইসেন্সিং সল্যুউশন পার্টনার অব দ্য ইয়ার” অ্যাওয়ার্ড জিতেছে দেশীয় আইটি কনসাল্টিং ও সফটওয়্যার সল্যুউশনস সেবাদানকারী প্রতিষ্ঠান ইজেনারেশন। রেকর্ড সংখ্যক এন্টারপ্রাইজে মাইক্রোসফটের মর্ডান ওয়ার্কপ্লেস সল্যুউশন সেবা সফলভাবে বাস্তবায়ন করার জন্য ইজেনারেশনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
মাইক্রোসফট আয়োজিত ‘ইন্সপায়ার বাংলাদেশ – পার্টনার অ্যাওয়ার্ডস নাইট’ শীর্ষক অনুষ্ঠানে ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস.এম আশরাফুল ইসলাম এবং হেড অব অপারেশন্স এমরান আবদুল্লাহ’র হাতে পুরস্কারটি তুলে দেন মাইক্রোসফটের দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী।
মাইক্রোসফট গত বৃহস্পতিবার রাতে (১৭ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করে।