বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলায় বুধবার (১৬ অক্টোবর) প্রথম বঙ্গবন্ধু উদ্ভাবনী অনুদান (বিআইজি) পাবেন ১০ তরুণ উদ্ভাবক। হল অব ফেমে চূড়ান্ত পিচিং সেশনে নিজেদের উদ্ভাবনার কার্যকারিতা উপস্থাপনের মাধ্যমে ১০ লাখ টাকা করে অনুদান পাবেন তারা।
অনুদান প্রাপ্তির এই মিশনে কৃষি, শিক্ষা, পরিবেশ, ই কমার্স, স্বাস্থ্য, ডিসেবিলিটি, হাউজহোল্ডসহ মোট ৭টি জোনের আওতায় উপস্থাপন করা হয়েছে দেশে তৈরি প্রযুক্তিসেবা । দেশের ২১টি বিশ্ববিদ্যালয় থেকে মেলায় উপস্থাপন করা হয়েছে ৩০টি উদ্ভাবনী প্রকল্প।
উদ্ভাবনের মধ্যে রয়েছে- স্বল্প ব্যয়ে অ্যাম্বুলেন্স, স্বল্প ব্যয়ে পাওয়ার টিলার, মোবাইল অবসারভেটরি, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, এক-শপ, ড্রাইভিং সিমুলেটর, সোলার ট্রাইসাইকেল, রোড ক্লিনার ডিভাইস, জরুরি ইভ্যাকুয়েশন সিস্টেম, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্ট সাদা ছড়ি, সেন্ট্রাল নেবুলাইজার, টেলিমেডিসিন সিস্টেম, ফুয়েল ফ্রম প্ল্যাস্টিক, ফুয়েল ফ্রম ইউসড কুকিং অয়েল, দ্রুতগতির বেভারেজ কুলিং সিস্টেম, শিক্ষার জন্য আলো, ইমেজ প্রসেসিং সিস্টেম, স্মার্ট রোবট, পোর্টেবল ওয়েদার স্টেশন, তাৎক্ষণিক ডাইবেটিস মাপার যন্ত্র, থ্রিডি প্রিন্টার, ডুয়েল সিস্টেম রেফ্রিজারেটর, ইয়াবা টেস্টিং কিট, নার্স কলিং সিস্টেম, পোর্টেবল ইনফ্যান্ট ইনকিউবেটর, হ্যান্ডিক্র্যাফটস ফ্রম ওয়াটার হায়াসিন্থ, র্যাম্প পাম্প, সাইকেল ফ্রম জুট ফাইবার, ডিজিটাল ডিহাইড্রেটর ফর ফুড।
বুধবার সকাল ১০টা থেকে পিচিং সেশনে প্রতিটি উদ্ভাবনের চুল-চেরা বিশ্লেষণ শেষে বেছে নেয়া হবে সেরা ১০ স্টার্টআপ।