হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ছাত্রলীগ এর ওয়েবসাইট। রেজিসটেন্স নামের একটি হ্যাকার গ্রুপ বৃহস্পতিবার কোনো একসময় এই হামলা চালিয়ে সাইট দুটির নিয়ন্ত্রণ নিয়েছে।
সাইটটি নিয়ন্ত্রণে নিয়ে এই হামলার নাম দেয়া হয়েছে ‘অপারেশন হান্টডাউন’।
সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সাইট দুটি ভিজিট করে এই বার্তা ঝুলতে দেখা গেছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে লেখা হয়েছে ‘আমাদের সাথে সংহতি করো, সহিংসতা বিরুদ্ধে রুখে দাড়াও, একসাথে আমরা পরিবর্তন আনবো।’ এই বার্তা দেয়ার পর সেখানে টেলিগ্রামের লিংক দেয়া হয়েছে।
অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েব সাইটে ‘হত্যা বন্ধ করো’ লিখে সেখানে বেশ কিছু ছবি জুড়ে দেয়া হয়েছিলো। তবে আধা ঘণ্টা পর সাইটটি টেম্পোরারিলি ডাউন দেখিয়েছে।