সোমবার (৭ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘চক্কর’। ‘কার্বন ফ্রি’ ক্যাম্পাস বাস্তবায়নে অ্যাপ ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা দিতে যাচ্ছে জোবাইক। মোট ১০০টি সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকার ২২টি পয়েন্ট থেকে এই সেবা চালু করা হচ্ছে বলে ডিজিবাংলা-কে জানিয়েছেন জোবাইকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী রেজা।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ছাত্র-শিক্ষক মিলনায়তন সহ প্রতিটি হলের সামনেই জোবাইক পয়েন্ট থাকবে। এসব স্থান থেকে পরীক্ষামূলক কার্যক্রমের পর আগামী ১৫ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে এই সেবা চালু করা হবে।
মেহেদী রেজা আরো জানান, এখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী নন এমন কেউ সেবাটি ব্যবহার করতে পারবেন না। সেবাটির নিবন্ধনও করতে হবে বর্তমান পরিচয়পত্র দিয়েই।শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ব্যতিত কেউ জোবাইক ব্যবহার করতে পারবেন না এখানে। এমনকি অন্য কোথাও নিবন্ধন থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেটি ব্যবহার করতে পারবেন না।
সূত্রমতে, সাধারণত ঢাকায় জোবাইক সেবা প্রতি মিনিটে ১ টাকা করে নিলেও ঢাবি ছাত্রদের জন্য প্রতি ৫ মিনিটে ২ টাকা ৫০ পয়সা এবং ৫ মিনিটের পর থেকে প্রতি মিনিটের জন্য ৪০ পয়সা করে ভাড়া ধরা হবে। রাইডের মূল্য পরিশোধ করতে সাইকেল স্ট্যান্ডের কাছে একটি রিচার্জ সেন্টার থাকবে। সেখান থেকে ব্যবহারকারীরা জোবাইকের অ্যাপে রিচার্জ করতে পারবেন। আর সেই অ্যাকাউন্ট থেকেই রাইডের ভাড়া পরিশোধ করতে পারবেন।
ছেলে মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী হিসেবে তৈরি জোবাইকের অ্যাপভিত্তিক স্মার্ট সাইকেলের সঙ্গে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। অ্যাপটি ব্যবহার করে এই সাইকেলের লক খোলার পর কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার সঙ্গে শুরু হবে সময় গণনা। গন্তব্যে পৌঁছে ব্যবহারকারী যখন সাইকেলটি স্ট্যান্ড করে পুনরায় লক করবেন তখন শেষ হবে তার রাইড।
প্রসঙ্গত, দেশে ২০১৮ সালের মাঝামাঝিতে সাইকেল রাইড সেবা শুরু করে স্টার্টআপ জোবাইক। কক্সবাজার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হলেও এই সেবা এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকার মিরপুর ডিওএইচএসে চালু আছে।