গত ৯ মাসে ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর এই প্রবৃদ্ধিতে অবদান রাখায় ৩০ জন এরিয়া ও জোনাল ম্যানেজারকে পুরস্কৃত করেছে ওয়ালটন। এছাড়াও সৃজনশীল ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করায় ১১ জন এরিয়া ম্যানেজার ও ১১টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী এবং পরিচালক রাইসা সিগমা হিমা।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ রায়হান, ড. মো. সাখাওয়াৎ হোসেন, আরিফুল আম্বিয়া, আমিন খান, টিভি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদা হোসেন, টিভি মার্কেটিং ইনচার্জ মারুফ হাসান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানবির মাহমুদ শুভ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের চলতি বছরের প্রথম সাত মাসেই গত বছরের মোট বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ওয়ালটন। এছাড়া জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই নয় মাসে গত বছরের একই সময়ের চেয়ে ৭৬ শতাংশ বেশি টেলিভিশন বিক্রি হয়েছে। এরইমধ্যে বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৮৬ শতাংশ টিভি বিক্রি হয়েছে।
ডিজিটাল সেবা প্রদানে বাংলাদেশে যে খাতের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে তা হলো ব্যাংকিং খাত। এতদিন বুথ এ টাকা জমা দিলে সে টাকা দিনের একটা নির্দিষ্ট সময়ে বা পরের দিন একাউন্টে জমা হতো। আর এখন BCR মেশিনের মাধ্যমে সেটি হবে ইনস্ট্যান্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পরীক্ষামূলকভাবে মতিঝিল লোকাল শাখা এবং চকবাজার শাখায় দুটি মেশিন বসিয়েছে। যা ক্রমান্বয়ে সব বুথ এ চালু হবে। অন্যান্য ব্যাংকও হয়তো এ সেবা চালু করেছে বা করতে যাচ্ছে। এটি পুরোপুরি চালু হলে লাইন ধরে টাকা জমা দেয়ার ভোগান্তি অনেকটাই কমবে।