স্যামসাং কোডিং কনটেস্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি মেডেল, চ্যাম্পিয়ন ক্রেস্ট এবং ৫০ হাজার টাকা।
প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মোহাম্মদ সোলাইমান এবং এইচ এম আশিকুল ইসলাম। তারা দুজনেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থী।
প্রতিযোগিতার পুরস্কার হিসেবে মোহাম্মদ সোলাইমান পেয়েছেন ৩০ হাজার টাকা এবং এইচ এম আশিকুল ইসলাম পেয়েছেন ২০ হাজার টাকা।
এছাড়াও সাত জন প্রতিযোগীকে চতুর্থ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীরা হলেন- তানভীর মুত্তাকীন (বুয়েট), হাসিন রায়হান দেওয়ান ধ্রুব (বুয়েট), মাহমুদ সাজ্জাদ আবির (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), তারিক সালাম সজল (বুয়েট), কাজী সোহান (জেইউ) এবং অনিক সরকার (বুয়েট)।
এই দশ জন শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আওতাধীন এসআরবিডি-তে কাজ এবং ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশের (এসআরবিডি)ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা গত ২১ জুন শুরু হয়ে শেষ হয় গত ৩১ আগস্ট। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় থেকে৯৪৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।