অ্যম্বাসি ও করপোরেট খাতকে লক্ষ্য করে দেশে প্রথমবারের মতো বিলাসবহুল কার শেয়ারিং সেবা নিয়ে আসছে অনলাইন প্ল্যাটফর্ম ‘হট রাইড’। শনিবার থেকে রাস্তায় নামছে ‘হট রাইড’ সেবা। সেবার অধীনে দিনে ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা ভাড়ায় মার্সিডিজ, বিএমডব্লিউ থেকে শুরু করে হোন্ড এবং হুন্দাই গাড়িতে পরিবহ সেবা দেবে হট রাইড প্রযুক্তি প্রতিষ্ঠান টুয়েন্টি-টু ডিজিটালস। প্রতিষ্ঠানের বাইরে যে কোনো ব্যক্তি অনলাইনে (http://www.hotryde.com/public) গাড়ি ভাড়া নিতে পারবেন।
এ বিষয়ে হট রাইডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার হোসেন সায়েম ডিজিবাংলা-কে বলেন, প্রতিবছর ৭ লাখ বিদেশী বাংলাদেশে আসছে। মূলত তাদের আতিথেয়তার জন্য এই সেবা চালু করা হচ্ছে। আপতত বিলাসহুল ব্র্যান্ডের ২৫টি গাড়ি নিয়ে আমরা যাত্রা শুরু করছি।
তিনি বলেন, ২৩ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন বিলাসবহুল গাড়ির একটি র্যালির মাধ্যমে আমরা এর যাত্রা শুরু করলেও শনিবার থেকে আমাদের অনলাইন থেকে কার ভাড়া পাওয়া যাবে। সেদিন থেকেই মূলত আনুষ্ঠানিক উদ্বোধন হবে ‘হট রাইড’।
তিনি আরো জাানান, একটি বিলাসবহুল গাড়ি থাকলে হওয়া যাবে হট রাইডের সদস্য। এক্ষেত্রে গাড়ি ও যাত্রীর নিরাপত্তার বিষয়গুলো দেখভাল করবে হট রাইড। আর আপতত দিন/ঘণ্টা হিসাবে ভাড়া দেওয়া হলেও শিগগিরি মাসিক ভাড়াও দেয়া হবে। দিন/ঘণ্টা ভাড়া চুক্তি অনুযায়ী গ্রাহককে বাড়তি কোনো চার্জ বা খরচা দিতে হবে না। ভাড়ার মধ্যেই গাড়ির চালক, তেল/গ্যাস ইত্যাদি এর মধ্যেই অন্তর্ভূক্ত থাকবে।