অফার চলাকলেই ময়মনসিংহ জেলা থেকে ‘ডাবল খুশির অফার’-এর প্রথম বিজয়ীকে খুঁজে পেয়েছে নকিয়া এইচএমডি। বিজয়ীর নাম কানিজ ফাতেমা নিপুন। শনিবার বিজয়ীর হাতে নকিয়া ২.২ সেট তুলে দিয়া হয়েছে বলে জানিয়েছে এইচএমডি গ্লোবাল বাংলাদেশ।
জানানো হয়েছে, শুক্রবার পার্টনারদের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত ময়মনসিংহের নকিয়া-র হেড অফিসে বিজয়ীকে পুরস্কার বুঝিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, ঈদকে ঘিরে সম্প্রতি শুরু হওয়া নকিয়া ২.২ মোবাইল সেটটি কিনলেই ক্রেতাদের ৫০০ টাকা নিশ্চিত ক্যাশ ব্যাকের সঙ্গে একই মডেলের অরেকটি জিতে নেওয়ার অফার দেয়া হয়। এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছে।