উবার-পাঠাও বা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা নিতে রাইডার কিংবা যাত্রীকে কোনো ভ্যাট দিতে হবে না। এই অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠানকেই জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) আরোপিত ৫ শতাংশ মূল্য সংযোজন (মূসক) কর দিতে হবে।
ভ্যাট প্রদান বিষয়ে সংশ্লিষ্ট মহলে জটিলতা সৃষ্টি হলে এক নির্দেশনায় বিষয়টির ব্যাখ্যা দেয়া হয়েছে।
এনবিআরের ব্যাখ্যায় বলা হয়েছে, রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে যে ৫ শতাংশ ভ্যাট ধার্য্য করা হয়েছে তা ওই রাইড পরিচালনাকারী প্রতিষ্ঠানের আয়ের ওপর কার্যকর হবে। এক্ষেত্রে রাইড সেবাদাতা বা সেবা গ্রহীতাকে (চালক বা যাত্রী) কোনো ভ্যাট দিতে হবে না।
রাইড শেয়ারিংয়ে সেবাদাতা চালক যখন কোনো যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছান তখন তার প্রাপ্ত অর্থ থেকে একটি অংশ পায় ওই অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের প্রাপ্ত অর্থেই ভ্যাট কার্যকর হবে।
এর আগে বাজেটে এ খাতে ভ্যাট আরোপ করায় খরচ বৃদ্ধির শঙ্কায় পড়েন আরামদায়ক ও যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে চাওয়া রাজধানীবাসী। ব্যবহারকারীদের ধারণা ছিলো এ ভ্যাট তাদের কাছ থেকে আদায় করা হবে। এ নিয়ে যাত্রীদের মতো চালকরা অস্পষ্ট অবস্থানে ছিলেন। এই ব্যাখ্যার পর সেই ভুল ধারণার অবসান ঘটলো।
এনবিআর সূত্র জানিয়েছেন, মোবাইল অ্যাপসভিত্তিক এ সেবার বিপরীতে যাত্রী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর চালককে কিলোমিটারপ্রতি ভাড়া পরিশোধ করে থাকেন। এ সেবা মূল্যের বা ভাড়ার একটা অংশ মোবাইল অ্যাপসভিত্তিক সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান পেয়ে থাকে। ভ্যাট আইনে বর্তমানে সব ধরনের যানবাহন চালকের দেয়া সেবা ব্যক্তিগত সেবা হিসেবে ভ্যাট অব্যাহতি সুবিধা পাচ্ছে। রাইড শেয়ারিংয়ের চালকদের আয়ে ভ্যাট অব্যাহতি থাকলেও এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয়ের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সোমবার এ সংক্রান্ত একটি ব্যাখ্যা জারি করে এনবিআর। এতে বলা হয়েছে, বর্তমানে মোবাইল অ্যাপভিত্তিক বিভিন্ন পরিবহনের রাইড শেয়ারিং সেবা খুব দ্রুত জনপ্রিয় হয়েছে। কিন্তু এ সেবাটি ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত দ্বিতীয় তফসিলের অন্তর্ভুক্ত না হওয়ায় ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত নয়।
ভ্যাট আইনের দ্বিতীয় তফসিলের অনুচ্ছেদ ৬-এর (গ) অনুযায়ী সব ধরনের বাহনের চালকের সেবা ব্যক্তিগত সেবা হিসেবে ভ্যাট অব্যাহতি সুবিধা ভোগ করে। তাই গাড়ির চালক সেবার বিপরীতে যে অংশ প্রকৃতপক্ষে নিজে গ্রহণ করেন সে অংশটুকু ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। তা ব্যতীত রাইড শেয়ারিং অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ যে পরিমাণ কমিশন পায় তার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আদায়যোগ্য হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮ক এ প্রদত্ত ক্ষমতাবলে এ ব্যাখ্যা করে এনবিআর।