অনলাইনে কেনা পণ্য পৌঁছে দেয়ায় অনন্য কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ই-কুরিয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকা। আর এই বাজার মূল্যের ওপর ফের নতুন করে বিনিয়োগ পেয়েছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করছে হংকং ভিত্তিক একটা গ্রুপ। দুই মাস বাজার যাচাইয়ের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে আগামী মাসে এই বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
রোববার ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল ডিজি বাংলা-কে বলেন, আগামী সপ্তাহ দুয়েক পরে সংবাদ সম্মেলনের নামে এই তথ্যটি জানানো হবে। এখনই বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম এবং পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, গত দুই মাস কোম্পানির হিসাব পর্যালোচনা, বাজার বিশ্লেষণ ও ভেন্ডরদের সঙ্গে বৈঠক করে এই মূল্যায়ণ করেছে প্রতিষ্ঠানটি। তারা সন্তুষ্ট হয়েই বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
বিনিয়োগের অর্থ অবকাঠামো উন্নয়ন ও শেষ ধাপ পর্যন্ত প্রযুক্তি সুবিধার অধীনে নিয়ে আসকে ব্যয় করা হবে বলেও জানান এই তরুণ উদ্যোক্তা।
তিনি বলেন, এবার ঢাকার বাইরে ওয়্যারহাউস সেবার পরিধি বাড়ানো হবে। আশা করি, ৫ হাজার পয়েন্ট স্থাপনের মাধ্যমে গ্রহাক সেবাকে তৃণমূলে নিয়ে যেতে সক্ষম হবো।
এক প্রশ্নের জবাবে বিপ্লব জানান, এখন দিনে ১০ হাজার পণ্য ডেলিভারি দেয় ই-কুরিয়ার। ডেলিভারি দেয়া বেশির ভাগ পণ্যই পোশাক শিল্প খাতের।
প্রসঙ্গত, কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ২০১৫ সালে কার্যক্রম শুরু করা ইকুরিয়ার বর্তমানে ই-কমার্স ব্যবসায় নানান সেবা দিচ্ছে। অনলাইন মাধ্যমে পরিসেবাগুলোকে একত্রীকরণসহ প্রতিষ্ঠানের পরিচিতি ঢেলে সাজানো হয়েছে। চালান ব্যবস্থাপনা, তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আন্তঃশহর পণ্য ডেলিভারি সুবিধা, এক্সপ্রেস পণ্য পরিবহন সেবা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য পণ্য রিটার্ন সুবিধা রয়েছে ইকুরিয়ারে। ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা এবং ১ হাজারেরও বেশি ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে।বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাড়ে তিনশোর বেশি কর্মী নিয়ে সরাসরি ৫ হাজার স্থানীয় অংশীদারদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।