আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী।
দিবসের শুরুতেই রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অপরদিকে নাটোরের সিংড়া উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাসসহ মন্ত্রলায়ের কর্মকর্তাদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে সিংড়া উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালী শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়; বঙ্গবন্ধু সারাবিশ্বের মানবতার বাণীর মানুষের পক্ষের কণ্ঠস্বর। বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর অনুপ্রেরণা, সাহস ও শক্তি।