আইটি, আইটিএস সেক্টরে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্নাতক তৈরি এবং আধুনিক গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১ হাজার ৭০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’র আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্প এলাকা হিসেবে ধরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে।
মার্চ ২০২৩ থেকে জুন ২০২৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নে প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ২১৯ কোটি ৮০ লাখ টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে মেটানো হবে।
পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানিয়েছেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল তথ্যপ্রযুক্তি বিষয়ের জন্য গুণমান, সম-সুযোগ এবং দক্ষতার ভিত্তিতে অধিক প্রাসঙ্গিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। এজন্য প্রকল্প এলাকায় তিনটি বহুতল ভবন নির্মাণ ও সংস্কার কাজ, গবেষণা অনুদান, ৫ হাজার ১৯৭টি স্কলারশিপ, ইন্টারেস্ট ডিউরিং ইমপ্লিমেন্টেশন, ১০ হাজার ৩৪টি কম্পিউটার অ্যান্ড এক্সেসরিজ কেনা হবে। ৭৭০ জন দেশীয় পরামর্শক ও ৩৬০ জন আন্তর্জাতিক পরামর্শক, ২ হাজার ৬৪৫ জন স্থানীয় প্রশিক্ষণ ও ৭৫ জন বৈদেশিক প্রশিক্ষণ এবং ১৯টি সেমিনার কনফারেন্সের আয়োজন করা হবে।