প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সের (ডব্লিউডব্লিউডিসি) তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ থেকে ৯ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর দ্য ভার্জ।
বরাবরের মতো এবারের আয়োজনেও বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবিত পণ্যের তথ্য উন্মোচন করা হবে। তবে ২০২৩ সালের সম্মেলনটিও অনলাইনে আয়োজিত হওয়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
করোনা মহামারী সময় পেরিয়ে এলেও এখনো এ ধারা থেকে বের হতে পারেনি প্রযুক্তি জায়ান্টটি। তবে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বিভিন্ন নির্মাতা ও শিক্ষার্থীদের বিশেষ এক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতি বছরের ডেভেলপার সম্মেলন ঘিরে গ্রাহক ও দর্শকদের বড় আগ্রহ থাকে। তবে চলতি বছরের আয়োজনে কী চমক থাকছে সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোর হিসেবে এটি টিম কুকের মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বড় আয়োজন হতে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি