মিনিটের মধ্যে হাতে থাকা স্মার্টফোন দিয়ে রোগীর কিডনির অবস্থা জানছেন যুক্তরাজ্যের লন্ডনে রয়াল ফ্রি হাপাতালের চিকিৎসকরা। ‘স্ট্রিমস’অ্যাপের মাধ্যমে এই কাজটি করছেন তারা।
আর তাই অ্যাপটিকে ‘জীবন রক্ষাকারী’ প্রযুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন হাপাতালটির কর্মকর্তারা।
তারা বলছেন, সাধারণত কিডনি পরীক্ষা করতে এবং রিপোর্ট পেতে যেখানে কয়েক ঘণ্টা সময় লেগে যাতো, সেই কাজটা এই অ্যাপের মাধ্যম কয়েক মিনিটের মধ্যেই করা যাচ্ছে।
প্রাথমিকভাবে এই মোবাইল অ্যাপটি ব্যবহার করে দেখা গেছে, একজন রোগীর রক্ত পরীক্ষার পরে যদি তার কিডনিতে কোনো সমস্যা থাকে তা ১৪ মিনিটের মাথায় মোবাইল অ্যাপের মাধ্যমে বার্তা আকারে চলে আসছে। আর এই রিপোর্টটি গ্রাফ-সহকারে খুব সহজ এবং সাবলীল ভাষায় আসে। ফলে ডাক্তাররা মূহুর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন।
কিন্তু কিডনি রোগের পরীক্ষা করে সাধারণ প্রক্রিয়ায় তা জানতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
ডাক্তারদের কাছে এই বার্তা পাঠানোর এই সিস্টেমকে বলা হচ্ছে ‘স্ট্রিমস’। এর উন্নয়সাধনে রয়াল ফ্রি হাসপাতাল এবং ডিপমাইন্ড প্রযুক্তি সংস্থা যৌথভাবে কাজ করছে।
রয়াল হাসপাতালের প্রধান সেবিকা মারি ইমারসন বলেন, এই সিস্টেমটি আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এখন হাসপাতালের যেকোনো প্রান্তে বসেও রোগীর কিডনি অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি।’