মেটা, অ্যামাজন থেকে গুগল, টুইটার- দুনিয়া জুড়ে একের পর এক বড় প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাই করছে। মঙ্গলবার মেটা ঘোষণা করে দ্বিতীয় পর্যায়ে ১০ হাজার কর্মচারীর চাকরী যাচ্ছে। খালি থাকা পাঁচ হাজার পদে এখন আর কর্মী নিয়োগ হবে না।
এমন মনখারাপের খবরের দীর্ঘতা বাড়িয়ে এবার দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং-ও কর্মী ছাঁটাই করতে চলেছে। সেমিকন্ডাক্টরসহ বেশ কয়েকটি পণ্যের চাহিদা কমে যাওয়া ও কোম্পানির ক্ষতির বহর কমাতে এই ছাঁটাই বলে জানা গিয়েছে।
খবরে বলা হয়, স্যামসাংয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএসএ বিভাগে ৩ শতাংশ কর্মী কাজ হারাতে চলেছেন। বর্তমানে বিভাগটিতে ১২০০ কর্মী আছেন। ফলে সেখানকার ৩০ জনের কপাল পুড়ছে।
ডিবিটেক/বিএমটি