অনেক চেষ্টা করেও টুইটারের আয় বাড়াতে পারছেন না ইলন মাস্ক। শনিবার, মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রীট জার্নাল এক রিপোর্টে ইলন মাস্কের কোম্পানির ৪০ শতাংশ আয় কমার দাবি করেছে।
জানা যাচ্ছে, ২০২২ সালের ডিসেম্বরে টুইটারের রাজস্ব এবং সামঞ্জস্যপূর্ণ আয় কমেছে ৪০ শতাংশ।
বিশেষ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার পরে সোশ্যাল-মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ছেড়ে দিয়েছে একটা বড় অংশের বিজ্ঞাপনদাতা’।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে – ডিসেম্বরে টুইটারের রাজস্ব এবং সামঞ্জস্যপূর্ণ আয় – উভয় ক্ষেত্রেই ৪০ শতাংশ আয় হ্রাস পেয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ব্যাংকের সুদ প্রদান করছে সংস্থাটি। কারণ, মাস্ককে টুইটার কিনতে ব্যাংক থেকে ১৩ মিলিয়ন ডলার ধার নিতে হয়েছিলো। সংস্থার আয় থেকে সুদ বাবদ একটা বড় পরিমাণ অর্থ দিতে হচ্ছে মাস্ককে।
তবে, এই রিপোর্ট নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।
ডিবিটেক/বিএমটি