মেটা থেকে শুরু করে টুইটার, বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোতে মন্দা চলছে। করোনার পরবর্তীকালে আর্থিক অস্থিরতায় খরচ বাঁচাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে তারা। এমন সময় উলটো ঘোষণা করে চমকে দিলো ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। কোম্পানিটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের কোনও রকম পরিকল্পনা নেই তাদের।
বরং বিভিন্ন সংস্থার ছাঁটাই হওয়া কর্মীদের চাকরি দেবে তারা।
সম্প্রতি নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে টুইটার। ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইয়ের টুইটার অফিস বন্ধ হয়েছে। টেক কোম্পানির দুনিয়ার এমন কালো আবহাওয়ায় সুখবর দিয়েছে টাটা গোষ্ঠীর প্রযুক্তি সংস্থা। সংস্থার মানবসম্পদ আধিকারিক মিলিন্দ লক্কড় জানিয়েছেন, ‘বহু সংস্থা বাধ্য হয়ে এমন (ছাঁটাই) পদক্ষেপ করছে। যেহেতু এক সময়ে তারা প্রয়োজনের চেয়েও বেশি কর্মী নিয়োগ করে ফেলেছিলো। এই বিষয়ে টিসিএস অনেক ‘সতর্ক’।’
তার কথায়, ‘টিসিএসে কোনও কর্মী যোগ দিলে তাকে আরও দক্ষ করে তোলা এবং তার মাধ্যমে আয় সুনিশ্চিত করা সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে।’
প্রসঙ্গত, টিসিএসের বেতন কাঠামোও অন্য আইটি সংস্থাগুলির কর্মীদের কাছে ঈর্ষার কারণ। প্রচুর অতিরিক্ত সুবিধাও পান তাঁরা। করোনাকালে যখন বহু কোম্পানি কর্মী ছাঁটাই করেছিলো অথবা বেতনে কাটছাঁট করেছিলো, তখন বেতন বেড়েছিলো টিসিএস কর্মচারীদের।
এই মুহূর্তে ৬ লাখ কর্মী রয়েছে টিসিএসের। গত বছরের মতোই এবারও ইনক্রিমেন্ট পাবেন কর্মীরা।
ডিবিটেক/বিএমটি
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks!