এবার ‘ব্লু’ ব্যাজের জন্য প্রিমিয়াম পরিষেবা শুরু করতে চলেছে মেটা। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই পরিষেবার জন্য টাকা দেবেন, তাদের ‘ব্লু’ ব্যাজ প্রদান করা হবে।
প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই পরিষেবা চালু করবে মেটা। যা ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার নেওয়া হবে। আইওএস প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা পড়বে ১৪.৯৯ ডলার।
রবিবার মেটা জানায়, আপাতত একটি মাসিক সাবস্ক্রিপশন পরিষেবা পরীক্ষা করে দেখা হচ্ছে। যে পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মেটা ভেরিফায়েড’। সেই পরিষেবার মাধ্যমে সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তাদের ‘ব্লু’ ব্যাজ প্রদান করা হবে।
সাবস্ক্রিপশনের ফলে কী কী বাড়তি সুবিধা মিলবে?
যারা ‘ব্লু’ ব্যাজের জন্য টাকা দেবেন, তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ইউজাররা বাড়তি সুরক্ষা পাবেন। অর্থাৎ যাঁরা সাবস্ক্রিপশন করবেন, তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল বাড়তি সুরক্ষিত থাকবে।
যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যে ভেরিফায়েড আছে, সেগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।
ডিবিটেক/বিএমটি
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks.