সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সম্প্রতি এআইভিত্তিক বিং সার্চ ইঞ্জিনে চ্যাট সেশন চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনটির সাথে চ্যাট করতে পারেন। তবে এবার সীমাবদ্ধ করে দেয়া হলো বিং চ্যাট ব্যবহার। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এখন থেকে একটি সেশনে সর্বোচ্চ ৫টি প্রশ্ন এবং দিনে সর্বোচ্চ ৫০টি প্রশ্ন করা যাবে বিং চ্যাটে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, আমরা সম্প্রতি উল্লেখ করেছি যে নতুন বিংয়ের চ্যাট মডেলে দীর্ঘক্ষণ চ্যাট চালিয়ে গেলে বিভ্রান্তিতে পড়তে পারে ইঞ্জিনটি। এই সমস্যা মোকাবেলায় নতুন কিছু পরিবর্তন আনা হচ্ছে যা চ্যাট সেশনে ফোকাস থাকতে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.