যুক্তরাষ্ট্রের তিনটি প্রযুক্তি কেন্দ্র বন্ধ করতে যাচ্ছে ওয়ালমার্ট ইনকরপোরেটেড। মার্কিন প্রতিষ্ঠানটি রয়টার্সকে জানিয়েছে, ওয়ালমার্ট যুক্তরাষ্ট্রের তিনটি প্রযুক্তি কেন্দ্র বন্ধ করবে। পাশাপাশি এসব কেন্দ্রে কর্মরত শ্রমিকদের অন্যত্র স্থানান্তর করা হবে।
এ প্রসঙ্গে ওয়ালমার্টের গ্লোবাল কমিউনিকেশনের পরিচালক রবার্ট মুনরো বলেছেন, কোম্পানির প্রায় সব প্রযুক্তি কর্মীদের সপ্তাহে অন্তত দুদিন অফিসের কাজে অংশ নিতে বলা হয়েছে। মুনরো জানিয়েছেন, খুচরা বিক্রেতা জায়ান্টটি টেক্সাসের অস্টিনে, ক্যালিফোর্নিয়ার কার্লসবাদে ও ওরেগনের পোর্টল্যান্ডে অবস্থিত অফিসগুলো বন্ধ করবে।
ওয়ালমার্টের গ্লোবাল টেকনোলজি বিভাগের প্রধান সুরেশ কুমার জানিয়েছেন, বন্ধ হওয়া কেন্দ্রগুলোর কর্মীদের ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো বা কোম্পানির সদর দপ্তরসহ বিভিন্ন কেন্দ্রে স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১টি এবং বিদেশে ছয়টি প্রযুক্তি কেন্দ্র রয়েছে ওয়ালমার্টের।
ডিবিটেক/বিএমটি