তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই অব্যাহত রয়েছে। গুগল, মাইক্রোসফট, আমাজনের পর এবার কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম জুড়লো আমেরিকার টেক্সাসের বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল টেকনোলজিস ইনকর্পোরেশনের। বিশ্বজুড়ে কোম্পানিটির প্রায় ৬ হাজার ৬৫০ কর্মী চাকরি হারাতে চলেছেন। খবর রয়টার্স।
করোনা অতিমারি পরবর্তী পর্বে গুগল, মাইক্রোসফট, আমাজন, টুইটার, ফেসবুকের মতো একাধিক কোম্পানিতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে বহু মানুষ আচমকা চাকরি হারিয়েছেন। এবার একই পথে হাঁটলো ডেল।
ডেলের অন্যতম প্রধান ব্যবসা হলো কম্পিউটার হার্ডওয়্যারের। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, পার্সোনাল কম্পিউটার বা পিসির চাহিদা ক্রমশ কমছে। সেই কারণেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
করোনা অতিমারির সময় পিসির চাহিদা বেড়েছিলো। কিন্তু, অতিমারি শেষে সেই চাহিদা ক্রমশ তলানিতে ঠেকেছে। শিল্পক্ষেত্রে বিশ্লেষক সংস্থা আইডিসি জানিয়েছে, ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে পিসির চাহিদা ক্রমশ কমেছে। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ডেলের। ওই সময়ে ডেলের পিসির চাহিদা ২০২১ সালের তুলনায় ৩৭ শতাংশ কমেছে। পিসি থেকেই প্রায় ৫৫ শতাংশ মুনাফা লাভ করে ওই সংস্থা।
ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও। পিসির বাজার রয়েছে এইচপি ইনকর্পোরেশনেরও। গত নভেম্বরে ওই সংস্থাও ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করে। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনেও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ ছাঁটাই হয়েছে। যা নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিবিটেক/বিএমটি
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.