ভুয়া চালক শনাক্ত করতে মঙ্গলবার থেকে ইন-অ্যাপ রিমাইন্ডারস ও পুশ নোটিফিকেশন চালু করেছে উবার। এই নোটিফিকেশনের মাধ্যমে উবার অ্যাপে চলে আসবে চালকের ছবি, নাম, গাড়ির মডেল ও নম্বর সংক্রান্ত তথ্য। গাড়িতে ওঠার আগেই এই ইন-অ্যাপ রিমাইন্ডারস ও পুশ নোটিফিকেশনের মাধ্যমে চালকের পরিচয় নিশ্চিত হতে পারবেন যাত্রীরা।
মঙ্গলবার (২৩ জুলাই) থেকে ভারতে এই সুবিধা চালু হলেও পর্যায়ক্রমে পার্শ্ববর্তী এলাকাতেও এই সেবা চালু হবে বলে জানিয়েছেন উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার হেড অব সেন্ট্রাল অপারেশন পবন ভাইস।
এদিকে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও শিকাগোতে সাবস্ক্রিপশন সেবা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে উবার। এই সাবস্ক্রিপশন সেবার আওতায় গাড়ি ভাড়া, জাম্প বাইক, স্কুটার রাইড ও উবার ইটস ডেলিভারিতে ছাড় পাবেন গ্রাহকরা। উবারের চার ধরণের সেবায় বাড়তি ছাড় পেতে মাসে মাসে খরচ করতে হবে ২৪ দশমিক ৯৯ ডলার। এ রকম সমন্বিত সেবা প্রথম বারের মতো চালু করতে যাচ্ছে উবার।