চলতি মাসেই ভারতসহ আটটি দেশে চালু হচ্ছে স্যামসাং ওয়ালেট। সবমিলিয়ে বিশ্বের প্রায় ২৫টি দেশে বিস্তার পাচ্ছে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির।
গত বছরের জুন মাসে সর্বপ্রথম নিজেদের ওয়ালেট সেবা চালু করে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। সেই সময়ে
ফিনল্যান্ড, ইতালি, জার্মানী, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে এই সেবা উন্মুক্ত করা হয়।
চলতি মাসের শেষ দিকে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে উন্মুক্ত হচ্ছে সেবাটি।
স্যামসাং ওয়ালেট মূলত স্যামসাং পে এবং স্যামসাং পাসের সেবাগুলোর সমন্বিত একটি সেবা। এর মাধ্যমে গ্রাহকো ডিজিটালভাবে অর্থপ্রদান করতে এবং একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তাঁদের গোপনীয় পাসওয়ার্ড সেভ করতে পারেন।
প্রিমিয়াম স্যামসাং গ্যালাক্সি ফোন বা ব্র্যান্ডটির এ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজেই স্যামসাং ওয়ালেট ব্যবহার করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি