কর্মী ছাঁটাইয়ের পথে নামছে বিশ্বব্যাপী বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্স। তিন হাজারের অধিক কর্মীকে সংস্থানহারা করতে চলেছে প্রতিষ্ঠানটি। সূত্র বলছে, গত সপ্তাহেই কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে গোল্ডম্যান স্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন নিউ ইয়র্কের প্রধান কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। কর্মীদের ইমেইলের মাধ্যমে বৈঠকের খবর দেওয়া হয়। সম্মেলন কক্ষে পৌঁছাতেই কর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ম্যানেজারের মুখে কর্মীরা জানতে পারেন, সংস্থা থেকে তাঁদের ছাঁটাই করা হবে।
গোল্ডম্যান স্যাক্সের মুখপাত্র কর্মী ছাঁটাইয়ের সংবাদ নিশ্চিত করেছেন। মুখপাত্র জানান, সংস্থার কর্মীদের কাছে এটি একটা কঠিন সময়। সংস্থার সকল কর্মীদের কাছে আমারা কৃতজ্ঞ যাদের সহায়তা আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। ছাঁটাই করা কর্মীদের অন্যত্র স্থানান্তরে আমারা যথাসাধ্য চেষ্টা করবো।
ডিবিটেক/বিএমটি