আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিজেদেরকে আরও এগিয়ে নিতে এবং সর্বোপরি নিজেদের মেটাভার্স উদ্যোগকে ত্বরান্বিত করতে নেদারল্যান্ডসের স্মার্ট লেন্স নির্মাতা কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। এনগ্যাজেট।
২০০৯ সালে যাত্রা শুরু করা লাক্সএক্সেল ডাক্তারদের প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে থ্রিডি প্রিন্টেড লেন্স তৈরি করে থাকে। কোম্পানিটির ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রোজেক্টর’-এর মত এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা রয়েছে।
ফেসবুকের মালিকানা কোম্পানি মেটার এই নতুন অধিগ্রহণের খবর সর্বপ্রথম ডাচ সংবাদমাধ্যম ‘দ্য টেইট’-এ প্রকাশ করা হয়। এরপর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে খবরটি নিশ্চিত করেন মেটার একজন মুখপাত্র।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর বলেন, “লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব আরও গভীর হবে”।
এর আগেও মেটার সাথে লাক্সএক্সেল কাজ করেছিলো বলে শোনা যায়।
তবে কি পরিমান অর্থ কিংবা শর্তে এই অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে সেটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি মেটা।
ডিবিটেক/বিএমটি