অনলাইন সুইসাইড গেম ব্রু হোয়েল’র বিভিন্ন ধাপ শেষ করতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের লোনিখন্ড এলাকার এই তরুণের নাম দিবাকর মালি (২০) ওরফে সন্তোষ মালি।
পুলিশের বরাতে শুক্রবার এনডিটিভি নিহত দিবাকর ওয়াঘলি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করার আগে দিবাকর একটি চিরকুট লিখে যান। সেখানে লেখা ছিল, ‘খাঁচায় থাকা “ব্ল্যাক প্যান্থার”এখন মুক্ত। আর কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। সমাপ্ত।’
মারাঠি ও ইংরেজি ভাষায় হাতে লেখা চিরকুটটিতে একটি কালো চিতাবাঘের ছবি আঁকা ছিল। ছবির নিচে লেখা, ‘সূর্য আবারও উজ্জ্বলতা ছড়াবে।’
ইন্ডিয়ান এক্সেপ্রেস-কে পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে মালি ফেসবুকে নিজেকে কালো চিতা হিসেবে উল্লেখ করেছে।
দিবাকর মালির মা তার সন্তানের মুঠোফোন আসক্তির কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সব মা–বাবার কাছে আমার আবেদন, সন্তানদের অবাধে মুঠোফোন ব্যবহার করতে দেবেন না। আমি আমার ছেলে হারিয়েছি, আর কোনো মা–বাবার বুক যেন এভাবে খালি না হয়।’