ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্স-এর পর এবার ‘চাপ্টার ১১ দেউলিয়া সুরক্ষা’র জন্য আবেদন করছে যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক ক্রিপ্টো মাইনিং কোম্পানি ‘কোর সায়েন্টিফিক’। বুধবার সকালে সম্পদের তরলীকরণ ছাড়াই দেউলিয়াত্ব সুরক্ষার জন্য টেক্সাসে আবেদন করার কথা জানিয়েছে কোম্পানিটি। খবর সিএনবিসি।
খবরে বলা হয়, জ্যেষ্ঠ নিরাপত্তা নোটধারীদের সঙ্গে চুক্তির বেলায় এটি স্বাভাবিক নিয়মেই পরিচালিত হবে।
গত সপ্তাহে কোর সায়েন্টিফিকের অন্যতম পাওনাদার ‘বি. রাইলি ফিনান্সিয়াল ইনকর্পোরেটেড’, কোম্পানিটির দেউলিয়াত্ব ঠেকাতে সাত কোটি ২০ লাখ ডলার আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়ার পরপরই এই ঘটনা ঘটলো।
এ বিষয়ে কোর সায়েন্টিফিকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহর ভিত্তিক এই মাইনার কোম্পানি কার্যক্রম পরিচালনা করে জর্জিয়া, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে। বিটকয়েন ও ইথেরিয়ামসহ বিভিন্ন ডিজিটাল সম্পদ মাইনিং করে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি