হুয়াওয়ে তাদের প্রথম স্মার্ট টেলিভিশন উন্মোচন করতে যাচ্ছে। আগামী মাসেই উন্মোচন হবে টেলিভিশনটি। নিজস্ব হারমোনি অপারেটিং সিস্টেমের প্রথম ডিভাইস হবে সেটি।
হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার ব্র্যান্ডের অধীনে টেলিভিশনটি আনা হবে। প্রথম মডেলটি হবে ৫৫ ইঞ্চি স্ক্রিণের। এটি হুয়াওয়ের স্মার্ট হোম সিস্টেমের হাব হিসেবে কাজ করবে। পাশাপাশি থাকছে এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম।
হুয়াওয়ের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ হলেও অফিশিয়ালভাবে হুয়াওয়ের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি