কয়েক মাস আগে স্যামসাং প্রিমিয়াম স্মার্টফোনের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ জিবি র্যাম উন্মোচন করে। এবার একই সাইজে আরও উন্নত সংস্করণে র্যাম উন্মোচন করেছে কোরিয়ান জায়ান্টটি।
১২ গিগাবাইট এলপিডিডিআর৫ র্যামটি ইন্ডাস্ট্রির প্রথম, যা ফাইভজি, মেশিন লার্নিং ও এআই অ্যাপ্লিকেশন সমর্থন করবে। এই মাসের শেষের দিকেই ব্যাপক আকারে নতুন এই র্যামের উৎপাদন শুরু করবে স্যামসাং।
র্যামটিতে দ্বিতীয় প্রজন্মের ১০-ন্যানোমিটার চিপ ব্যবহার করা হয়েছে। এটি আগের সংস্করণ থেকে ১.৩ গুন দ্রুতগতির। প্রতি সেকেন্ডে ৪৪ জিবি ডাটা অথবা ১২টি ফুল এইচডি সিনেমা ট্রান্সফার করতে পারবে র্যামটি।
এছাড়া এটি আগের সংস্করণ থেকে ৩০ শতাংশ কম শক্তি খরচ করবে।
ডিবিটেক/বিএমটি