উইন্ডোজ অপারেটিং সিস্টেমে স্ক্রিনে পুরো অংশ কিংবা কোনো একটি অংশের স্ক্রিনশট নিতে স্নিপিং টুল ব্যবহার করা হয়। অন্যদিকে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। তবে উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে স্নিপিং টুলেই স্ক্রিন রেকর্ডিং করা যাবে। খবর টেকটাইমস।
বর্তমানে স্ক্রিন রেকর্ডিং ফিচারটি পরীক্ষা চলছে। শিগগিরই ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। ফলে ব্যবহারকারীরা উইন্ডোজ ১১-তে আগে থেকে ইনস্টল থাকা স্নিপিং টুল থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবে।
দ্য ভার্জ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, যখন ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়, তখন উইন্ডোজ ১১-তে কোনো স্ক্রিন রেকর্ডার যুক্ত করতে পারেনি মাইক্রোসফট। এর পরিবর্তে ব্যবহারকারীরা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে আসছিল। তবে এ অবস্থায় পরিবর্তন আসতে যাচ্ছে।
উইন্ডোজ ইনবক্স অ্যাপের প্রধান পণ্য ব্যবস্থাপক ডেভ গ্রোচোকি দাবি করেন, অভ্যন্তরীণ কমিউনিটির মধ্যে স্নিপিং টুল বেশ জনপ্রিয়। স্নিপিং টুল ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে কোনো কিছু ক্যাপচার করার পর কম্পিউটার থেকে সরাসরি শেয়ারে সহায়তা করা যায়।
ডিবিটেক/বিএমটি