ব্যবহারকারীদের মেটাভার্স অভিজ্ঞতা দিতে ‘অ্যাকটিভ রেপ্লিকা’ অধিগ্রহণ করেছে মজিলা। গত ৩০ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছে ব্রাউজার জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।
অ্যাকটিভ রেপ্লিকা সাধারণত ওয়েবভিত্তিক মেটাভার্স তৈরি করে। মজিলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমো উদম বলেন, অ্যাকটিভ রেপ্লিকা মজিলা হাবের চলমান কাজের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী সময়ে ভিআর চ্যাটরুম পরিষেবা এবং ওপেন সোর্স প্রকল্পের কাজগুলোয় সহযোগিতা করবে।
অ্যাকটিভ রেপ্লিকা টিম মূলত বিশেষায়িত সাবস্ক্রিপশন স্তরগুলোয় কাজ করবে। এছাড়া অনবোর্ডিং অভিজ্ঞতা উন্নয়ন ও মজিলার হাবগুলোয় নতুন ইন্টারঅ্যাকশন ক্ষমতা যোগ করবে। অধিগ্রহণের আগে অ্যাকটিভ রেপ্লিকা প্রকাশ্যে তাদের প্রতিষ্ঠানের বাইরের তহবিল নিয়ে কখনো ঘোষণা দেয়নি।
জ্যাকব এরভিন ও ভ্যালেরিয়ান ডেনিস এ দুজন মিলে ২০২০ সালে অ্যাকটিভ রেপ্লিকা প্রতিষ্ঠা করেছিল। এরভিন ও ডেনিস কয়েক সপ্তাহ আগে মজিলাতে চাকরি নিয়েছেন।
ডিবিটেক/বিএমটি