১০ দশমিক দুই বিলিয়ন ডলারে প্রাইভেট ইক্যুইটি ফার্মের একটি গ্রুপের কাছে বিক্রি হলো সফটওয়্যার কোম্পানি জেনডেস্ক ইনকর্পোরেশন। মঙ্গলবার হেলম্যান অ্যান্ড ফ্রেইডম্যান এবং পারমিরা নামক প্রাইভেট ইক্যুইটি ফার্ম এখন জেনডেস্কের মালিকানা প্রতিষ্ঠান। মঙ্গলবার এই চুক্তি সম্পন্ন হয়েছে। খবর রয়টার্স।
বিক্রি হয়ে যাওয়ায় জেনডেস্কে শেয়ার মালিকরা প্রতি শেয়ারের জন্য নগদে ৭৭.৫০ ডলার পেয়েছেন।
প্রক্সি অ্যাডভাইজরি প্রতিষ্ঠান ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস (আইএসএস) এই চুক্তির পেছনে কাজ করেছে, যা গত সেপ্টেম্বর মাসে অংশীদাররা অনুমোদন দেন।
সানফ্রান্সিসকো ভিত্তিক জেনডেস্ক ৩.৯ বিলিয়ন ডলারে সার্ভে মানকি’র মালিকানা প্রতিষ্ঠান মোমেনটিভ গ্লোবাল ইনকর্পোরেশন কিনতে ব্যর্থ হওয়ার পরপরই উল্টো নিজেদেরেই বিক্রি করার উদ্যোগী হয়। যদিও জেনডেস্কের অংশীদারদের অনুমোদন না পাওয়ার কারণে মোমেনটিভ চুক্তিটি আলোর মুখ দেখেনি।
ডিবিটেক/বিএমটি