বছর দুয়েকের মধ্যে যুক্তরাষ্ট্রের কারখানা থেকে তৈরি চিপসেট ব্যবহার করার পরিকল্পনায় জোর দিয়েছে অ্যাপল। এই লক্ষে আরিজোনাতে একটি কারখানা কেনারও সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
ব্লুমবার্গে মার্ক গারম্যানের বরাত দিয়ে খবরে বলা হয়, ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে তৈরি চিপসেট ব্যবহারের লক্ষে এগিয়ে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জার্মানীতে স্থানীয় প্রকৌশলী ও রিটেইল কর্মীদের সাথে এক বৈঠকে বিষয়টি অবহিত করেছেন।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এশিয়াতে, বিশেষ করে তাইওয়ানের প্রতি নির্ভরতা কমাতে পারবে অ্যাপল। এই অঞ্চলে বিশ্বের সমগ্র প্রসেসরের ৬০ শতাংশই তৈরি হয়ে থাকে।
টিম কুক তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)’র আরিজোনা প্ল্যান্টের দিকেই ইঙ্গিত দিয়েছে, যেটি বর্তমানে নির্মানাধীন অবস্থায় আছে। টিএসএমসি অ্যাপলের অন্যতম চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া এনভিডিয়া, মিডিয়াটেক, এএমডি, এআরএমসহ আরও বেশকিছু সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে।
আরিজোনা কারখানাটি ২০২৪ সালে উৎপাদনে যেতে পারে। যেখানে মাসে ২০ হাজারের মতো চিপসেট উৎপাদন হবে। এছাড়া সেখানে ৫ ন্যানোমিটার প্রসেসর তৈরির সক্ষমতা থাকবে।
ডিবিটেক/বিএমটি