যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাক্স অটোমেশন সফটওয়্যার ও সেবাদাতা প্রতিষ্ঠান সিওরপ্রেপ এলএলসি কিনতে যাচ্ছে থমসন রয়টার্স কর্পোরেশন। নগদে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে এই কেনাবেচা সম্পন্ন হবে বলে জানিয়েছে থমসন রয়টার্স।
গত এপ্রিল থেকেই ২০ বছরের পুরাতন কোম্পানি সিওরপ্রেপের সাথে অংশীদারিত্বে আছে রয়টার্স। বর্তমানে ২৩ হাজারেরও বেশি কর পেশাজীবী সিওরপ্রেপের পণ্য ও সেবা ব্যবহার করে থাকেন।
চলতি বছরে সিওরপ্রেপ ৬০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আগামী কয়েক বছরে বার্ষিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রয়টার্স নিউজের প্যারেন্ট কোম্পানি থমসন রয়টার্স ২০২৩ সালের প্রথম প্রান্তিকের মধ্যেই অধিগ্রহণ চুক্তিটি সম্পন্ন করার পরিকল্পনা করছে।
ডিবিটেক/বিএমটি